প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 16-02-2025 ইং
সংবাদ শিরোনামঃ হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে মার্ক
বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে মার্ক অ্যাডায়ার ও কুর্টিস ক্যাম্ফারের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়ে আড়াইশও ছুঁতে পারেনি। লক্ষ্যটা আয়ারল্যান্ডের নাগালের ভেতরেই ছিল। ক্যাম্ফার এবার ব্যাট হাতেও সফরকারীদের পথপ্রদর্শকের ভূমিকায়। তার সঙ্গে পল স্টার্লিংও স্বচ্ছন্দে ব্যাটিং করলেন। তাতে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরালো আইরিশরা।
আগে ব্যাটিংয়ে নেমে ৭৭ রানের মধ্যে জিম্বাবুয়ের টপ অর্ডারের তিন ব্যাটার প্যাভিলিয়নে ফেরেন। ওয়েসলি মাধেভেরে ও সিকান্দার রাজার জোড়া হাফ সেঞ্চুরিতে দল ঘুরে দাঁড়ায়। ৯৯ বলে ৭৪ রানের জুটি গড়েন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ এখন সংবাদ ২৪