বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে ভারতীয় দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ। গেল কয়েক বছরে ভারত-বাংলাদেশ নিয়ে ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে বাড়তি উন্মাদনা। দুবাইয়ের উইকেটে নিজ দলের একাদশ কেমন হবে সেটির ধারণা অবশ্য আজ কিছুটা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।বুধবার সংবাদ সম্মেলনে রোহিত বললেন, 'যখন বিপক্ষ দল তিনজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামে, তখন তো কোনো কথা হয় না। তখন তো কেউ বলে না যে ওরা ৬ পেসার নিয়ে খেলতে নেমেছে। আমাদের দলে ২ স্পিনার এবং ৩ অলরাউন্ডার রয়েছে। আমি ব্যাপারটা একেবারেই ৫ স্পিনার হিসেবে দেখছি না।'
রোহিত আরও যোগ করেন, 'এই তিনজন অলরাউন্ডার ব্যাট এবং বল দুটোই করতে পারেন। বাকি দলগুলো তো পেস বোলিং অলরাউন্ডার নিয়ে মাঠে নামছে। তখন তো আপনারা কেউ প্রশ্ন করেন না যে কেন ৬ পেসার নিয়ে মাঠে নেমেছেন?