বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
সংগৃহীতখবর ://ডেভিল হান্ট অভিযানে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্মআহবায়ক মতিউর রহমান মতিকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্টেডিয়াম সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মধ্য তাহিরপুর (মমিসিংঙ্গা হাটি) গ্রামের বাসিন্দা।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ২০২৪ সালের ১৬ই ডিসেম্বর রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ কয়েক জনের নামে দায়েরকৃত নাশকতার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে মতিউরকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, ২১শে ফেব্রুয়ারি সকালে সুনামগঞ্জ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।