বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
আ: হাকিম, বিশেষ প্রতিনিধি
পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের অবৈধ ইট ভাটা উচ্ছেদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় খুলনা বিভাগীয় কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে ৩টি সনাতন পদ্ধতির ড্রাম চিমনির ইটভাটা সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । ফায়ার সার্ভিস সদস্যরা পানি দিয়ে ইটভাটা গুলোর আগুন নিভিয়ে দেয় ও ইটভাটা সমূহের সমুদয় কাচা ইট নষ্ট করে দেয় । পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের এমন অভিযান চলমান থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়। উক্ত অভিযানে সেনাবাহিনীর সদস্যরা ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করে ।