বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃমনিরহোসেন ://আত্মপ্রকাশের মঞ্চের সামনেই জুমার নামাজ আদায় করলেন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র কর্মী-সমর্থক ও নেতাকর্মীরা।
আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হচ্ছেন নেতাকর্মীরা। এদিন বেলা দেড়টায় মূল মঞ্চের সামনে জুমার নামাজ আদায় করেন ‘জাতীয় নাগরিক পার্টি’র সমাবেশে অংশ নেওয়া মানুষ।
জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বড় জমায়েতের লক্ষ্য রয়েছে। এরই মধ্যে মঞ্চসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বিকেল ৩টায় নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ হবে। সবার দৃষ্টি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের দিকে।সরেজমিন ঘুরে দেখা যায়, আজ সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে ব্যারিকেডসহ স্টেজের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল মঞ্চে প্রবেশ করতে কয়েক স্তরের নিরাপত্তাবেষ্টনী পার হতে হচ্ছে। নতুন দলের এ জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। নতুন এ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত এবং নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।