বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
আঃ কাইয়ুম খান
২ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে খুলনা জেলার লবনচরা এলাকায় নিষিদ্ধ পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে প্রায় ১১০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ৪০ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পারভেজ আহমেদ ,পরিদর্শক মারুফ বিল্লাহ, এবং রাজীব বাইন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়।