বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
সংগৃহীতখবর ://জেলা রংপুরে এক সপ্তাহে ৩১ লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪১টি অবৈধ ইটভাটা উচ্ছেদেরে প্রস্তুতি নেওয়া হয়েছে।সোমবার (১০ মার্চ) সকালে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম এ তথ্য নিশ্চিত করেন ।
এর আগে, রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানিয়েছেন, রংপুর জেলায় মোট ২৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭২টিই অবৈধ পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। যারা জোর করে ইটভাটা চালু রাখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।