বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
আফজাল হোসেন জয়।
বান্দরবান।
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা প্রশাসন অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে দুইটি ইট ভাটায় অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে এবং কয়েক হাজার প্রস্তুত করা কাঁচা ইট পানি মেরে নস্ট করে দেন।
শনিবার (২৯ মার্চ ২৫ ইং) দুপুরে ফাইতং ইউনিয়নের ফাদুর ছড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে 3BM ব্রিকস কে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। একই এলাকায় U.B.M ব্রিকস এর কে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। অভিযানে সহযোগিতা করেন লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।
অভিযানের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ২টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে ২টি ইট ভাটার মালিক কে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।