বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
অনলাইনখবর://দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি।জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকায়ই অবস্থান করবে সফরকারীরা। বুধবার সকালের ফ্লাইটে প্রথম টেস্টের শহর সিলেটে যাবে তারা।
জিম্বাবুয়ে প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের মাঠে সাদা পোশাকের ক্রিকেট খেলবে। সবশেষ ২০২০ সালে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল তারা। একমাত্র ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল ক্রেইগ আরভাইনের নেতৃত্বাধীন দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রবিবার শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম চলে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে (আগের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম) ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল।