বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
তাপদাহে বাড়তি উষ্ণতা যোগ করলেন ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। লঙলাইন আইরিস লেস ব্রালেটে তাকে দেখা গেল পুলের জলে। ছবি পোস্ট করে ক্যাপশনে দিলেন অন্য রকম ইঙ্গিত।
পবিত্র ঈদুল ফিতরে কেবল স্টার সিনেপ্লেক্সের কয়েকটি শাখায় মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। ছবিতে আরও অভিনয় করেছিলেন আবদুন নূর সজল। দর্শক না থাকায় মাত্র ১২ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে ফেলা হয় ছবিটি। এর আগে সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে তরুণ হাসিনা চরিত্রে দেখা গিয়েছিল ফারিয়াকে। এক বছর বিরতির পর পর্দায় ফিরলেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি অভিনেত্রীর।আজ (১৬ এপ্রিল) বুধবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সাদা ব্রালেট পরা ছবিগুলোর মন্তব্যে আগুনের ইমোজি দিচ্ছেন অনুরাগীরা। ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘ফ্যাশন করা, নজর কাড়ার মাধ্যমে এমন ভাব ধরেছি, যেন ইচ্ছা করেই চুল ভিজাইনি।’ এই ক্যাপশন থেকে কি অন্য কোনো ইঙ্গিত করেছেন ফারিয়া?দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরই কি তার ক্যারিয়ারে অন্ধকারের ছায়া পড়েছে? ছবিমুক্তির আগে এমন প্রশ্ন করা হয়েছিল ফারিয়াকে। জবাবে ফারিয়া বলেছিলেন, ‘আমি সেটা মনে করি না। আর্টিস্টের কোনো জাত নেই, দল নেই, সে এসবের কোনো কিছুই বিলং করে না। আর্টিস্ট শুধুই চরিত্রের ভূমিকায় অভিনয় করে, এটাই তার কাজ। আমি তো পর্দায় নুসরাত ফারিয়ার ভূমিকায় অভিনয় করছি না, করছি অন্য কারও ভূমিকা