প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 22-04-2025 ইং
সংবাদ শিরোনামঃ অবশেষে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার সিলেটের সেই ৬ শ্রমিক
বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
সংগৃহীতখবর ;//অবশেষে সাত দিনের মাথায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে সিলেটের ছয় শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া পাহাড়ি এলাকায় থেকে তাদের উদ্ধার করা হয়। সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের অপহরণ করেছিল পাচারকারীরা।
এর আগে, একই দিন সন্ধ্যায় কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয় জন শ্রমিক অপহরণের অভিযোগে থানায় একটি অভিযোগ দায়ের করেছিল অপহৃত এমদাদ উদ্দিনের ছোট ভাই বাহার উদ্দিন। পাহাড় থেকে অপহরণের শিকার সিলেটের ছয় শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন। তিনি বলেন, ‘অপহরণকারীরা তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশে পাহাড়ি এলাকায় জিম্মি করে রেখেছিল। পুলিশ তাদের খোঁজে রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। পরে অপহরণকারীরা পালিয়ে গেলে অপহৃত সিলেটের ছয় শ্রমিকদের উদ্ধার করা হয়। তারা সবাই সুস্থ আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করা হচ্ছে।এর আগে, গত ১৫ এপ্রিল কাজের উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে সাত দিন ধরে নিখোঁজ ছিলেন শ্রমিকরা। তারা পেশায় সবাই রাজমিস্ত্রি।
অপহৃত এমদাদ উদ্দিনের ছোট ভাই বাহার উদ্দিন বলেন, ‘আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করছে বলে অবহিত করা হয়েছে। পরে রাতে আমাদের উদ্ধারের খবর দেয় পুলিশ। আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।