বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
অনলাইনখবর://
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান।আজ শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক খবরে এই তথ্য জানানো হয়।
তারা জানায়, ‘বৃস্পতিবার (৮ মে) সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি বাহিনী ২৯টি ভারতীয় ড্রোন গুলি ভূপাতিত করেছে। এরপর বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।”
এতে আরও বলা হয়, ভারতীয় আগ্রাসনের ‘যথাযথ জবাব’ দিচ্ছে পাকিস্তান
তারা জানায়, ‘বৃস্পতিবার (৮ মে) সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি বাহিনী ২৯টি ভারতীয় ড্রোন গুলি ভূপাতিত করেছে। এরপর বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।”
এতে আরও বলা হয়, ভারতীয় আগ্রাসনের ‘যথাযথ জবাব’ দিচ্ছে পাকিস্তান
এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মঙ্গলবার দিবাগত রাতে দেশটির অন্তত ৬টি স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় নিহতের সংখ্যা ৩১ জন। আহত অর্ধশতাধিক মানুষ। এরপর থেকেই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে পরমাণু শক্তিধর দুই দেশ।