প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 10-05-2025 ইং
সংবাদ শিরোনামঃ এবার হলিউড মিশন এই নায়িকা
বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
অভিনয়ে প্রশংসা, সোশ্যাল হ্যান্ডেলে বিতর্কের জন্ম আর নির্মাতা হিসেবে ফ্লপ হওয়া বলিউড কুইন এবার নেমেছেন হলিউড মিশনে।
বলিউডে কঙ্গনা রনৌতের রয়েছে একটা আলাদা ইমেজ। বিশেষকরে তার অভিনয় দক্ষতা নিয়ে কারও কোন প্রশ্ন নেই। এবার তিনি অভিনয় করতে চলেছেন হলিউডের সিনেমায়!
অর্থাৎ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর ভৌতিক গল্পের সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হতে চলেছে।
এই সিনেমায় এক খ্রিস্টান দম্পতির গল্প বলা হয়েছে। এক ভয়াবহ গর্ভপাতের পর, একটি অন্ধকার, পরিত্যক্ত খামারে চলে যায় তারা। যখন তারা তাদের জীবন নতুনভাবে শুরু করার চেষ্টা করে, তখন তারা তাদের ভালোবাসা এবং বিশ্বাসকে একটি অশুভ উপস্থিতির দ্বারা আক্রান্ত হতে দেখে।
প্রকল্পটি লায়ন্স মুভিজ এর ব্যানারে নির্মিত হবে। শুটিং হবে নিউইয়র্কে। এমনকি সিনেমার সার্বিক ব্যবস্থাপনাও হবে নিউইয়র্কে। কারণ, সম্প্রতি ঘোষিত ট্রাম্প শিল্প শুল্ক থেকে মুক্তি পেতেই প্রযোজকরা মার্কিন যুক্তরাষ্ট্রে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।