বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মতিউল ইসলাম হৃদয় :
/ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আজ কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের জন্য খাতা-কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ কার্যক্রম শুরু করেছেন। জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফার ২৫ নম্বর দফা- "চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়িয়া তোলা" এই দফার প্রচারনা হিসেবে তিনি এই কর্মসূচি হাতে নেন। এছাড়া, তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছেন।
সেই ধারাবাহিকতায় আজ ১৩ মে, ২০২৫ তারিখে পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে ৭০০ শিক্ষার্থীর জন্য খাতা- কলম ও ৪৫ জন শিক্ষকের জন্য নোটপ্যাড ও কলম উপহার দেন। এছড়া প্রতিটি স্কুলে দৃষ্টিনন্দন বিদেশী ফুলগাছ রোপণ করেন।
এই ব্যাপারে জানতে চাইলে ইঞ্জিনিয়ার হাবিব বলেন - “আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন- আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন; জনগণের মন জয় করুন। আমার নেতার আদেশ পালন করতে আমি স্কুলে স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নিয়েছি। আজকের ছোট্র বন্ধুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সুতরাং তাদের শিক্ষার ব্যাপারে যত্নশীল হওয়া আমাদের জরুরী প্রয়োজন। আমি কচুয়াবাসীর কাছে থেকে পাশে থেকে আজীবন কাজ করতে চাই ।”
পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান বলেন- “আজকে দীর্ঘ বছরের শিক্ষকতায় কাউকে দেখলাম না এত সুন্দর শিক্ষা উপকরণ নিয়ে স্কুলে হাজির হয়েছে। উনি শিক্ষিত মানুষ; শিক্ষার প্রতি উৎকর্ষতা আমাদের মুগ্ধ করেছে।
এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা প্রদান এবং কচুয়ার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তার প্রতিশ্রুতি অনুযায়ী কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।
এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে কচুয়া আরও সমৃদ্ধ ও সবুজ হয়ে ওঠে।