বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃনজরুলইসলাম ://
৯মাস ২০ দিন আগের জুলাই শেখ হাসিনার সন্ত্রাসী পুলিশ ঢাকা যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপর গু*লি*তে নোয়াখালী, সেনবাগে খাজুরিয়া গ্রামের মোহাম্মদ সাহাদাত হোসেন শাওন এর লা/শ ময়নাতদন্তের জন্য ৯ মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন-মাথায় পাওয়া গেছে দুইটি স্নাইপার রাইফেলের গুলির স্পষ্ট ছাপ যা একদম ছিদ্র করে বের হয়ে গেছে মাথার সামনে থেকে পেছন সাইডে!!
প্রত্যোকটা লাশের ময়নাতদন্ত করা হলে আরো তথ্য বের হয়ে আসবে।