বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
তাইজুল ইসলাম ://
গাজীপুরের কালীগঞ্জে সারা দেশের ন্যায় বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে তামাকমুক্ত দিবস এর উপর রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
শনিবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।
এসময় তামাকের কুফল ও এর থেকে পরিত্রাণের উপায় নিয়ে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজোয়ানা রশিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাইফুর রহমান শাকিল, ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান, কালীগঞ্জ পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা দুলাল মোড়ল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তামাক জাতীয় পণ্যের আকর্ষণ হতে তরুনদের রক্ষা করতে হবে। তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি, তামাক বিরোধী প্রচার প্রচারণা ও যাদের প্রয়োজন তাদের সহায়তা প্রদানের মাধ্যমে তামাক ব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতি অর্জন করতে হবে। উন্মুক্ত স্থানে ধুমপানের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে, যা চলমান থাকবে।