বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
বান্দরবান প্রতিনিধি://
বান্দরবানের লামা উপজেলায় কর্মরত দৈনিক নববাণী'র প্রতিনিধি ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মো. সুজন এর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হামলার শিকার সাংবাদিক।
মঙ্গলবার (৩রা জুন) বিকাল ৪টায় লামা প্রেসক্লাব কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিক চৌধুরী মো.সুজন বলেন, “পেশাগত দায়িত্ব পালন কালে ২ জুন রাত ৯টার দিকে লামা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আমির হোসেন, যুবদলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, যুবদল নেতা মো. মনিরুল ইসলাম’সহ কয়েকজন মিলে আমার উপর হামলা করে মোবাইল কেড়ে নেয়।
হামলাকারীরা বিএনপি’র মতন একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতা কর্মী, আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তা হীনতা বোধ করছি। তাই উক্ত হামলার বিষয়ে লামা থানায় অভিযোগ দায়ের করেছি। গত ২ জুন রাতে লামা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বন বিভাগ একটি কাঠের ট্রাক জব্দ করে। গাড়িটির লামা লাইনঝিরির সাবেক বিলছড়ির চলাচল রাস্তার উপর অবস্থান করছিলো।
উল্লেখিত ব্যাক্তিগণ ফরেস্ট রেঞ্জারের সাথে আক্রমনাত্মক আচরণের ভিডিও ধারণ করতে গেলে হামলা করে। ওই সময় তারা আমাকে ডাকাতি মামলার আসামী করবে বলেও হুমকি দেন। যারা আমাকে হামলা ও হুমকি ধামকি দেন তারা হলেন; আসহাদুল ইসলাম, ইমাম হোসেন মজুমদার, মো. মাসুদ রানা’সহ ১০/১২ জন তাদের বাড়ি লামা পৌরসভা ৮নং ওয়ার্ড। সাংবাদিকের উপর হামলার মত এমন নিন্দনীয় ঘটনায় উপজেলায় কর্মরত অনেক সাংবাদিক দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।