বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
বাউফল, পটুয়াখালী ://
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দের অন্যতম ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার-এর বাউফল আগমন উপলক্ষে উপজেলা জুড়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
বাউফল উপজেলা বিএনপি, পৌর শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে পথসভা আয়োজনের সিডিউল ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের অংশগ্রহণে ৮ থেকে ১২ জুন পর্যন্ত ধারাবাহিকভাবে পথসভা অনুষ্ঠিত হবে।
বাউফল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির সাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত তারিখে প্রতিটি ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সভাগুলো অনুষ্ঠিত হবে।
পথসভাগুলোতে অংশগ্রহণ করবেন ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকেরা। দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার পাশাপাশি আগামীর আন্দোলন-সংগ্রামে প্রস্তুতি নিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতারা।
বাউফল উপজেলা বিএনপি আশা প্রকাশ করেছে, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদারের সফর এবং এই পথসভাগুলো দলীয় কর্মকাণ্ডকে নতুন গতিপ্রবাহ দেবে এবং তৃণমূলে দলের অবস্থান আরও সুদৃঢ় করবে।