বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃ গোলাম কিবরিয়া,
বাউফল প্রতিনিধি ://
বিএনপির দুর্দিনের সাহসী সৈনিক, রাজপথের নির্ভীক মুখ হুমায়ুন কবিরকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় বাউফলসহ দক্ষিণাঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে যে কজন অকুতোভয় সৈনিক সামনে ছিলেন, হুমায়ুন কবির তাদের অন্যতম। বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাষ্ট্রীয় দমন-পীড়নের শিকার হয়ে একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, বহুবার কারাবরণ করেছেন। তবুও পিছু হটেননি। তাঁর রাজপথের নেতৃত্বে অনেকেই অনুপ্রাণিত হয়ে বিএনপির পতাকাতলে একত্রিত হয়েছেন।
তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, এমন একজন পরীক্ষিত, ত্যাগী ও নিষ্ঠাবান নেতার অব্যাহতি দলের জন্য অপূরণীয় ক্ষতি। তাদের ভাষায়, "যে সময় শহরের কেউ মুখ খুলত না, তখন হুমায়ুন কবিরই ছিলেন রাজপথের কান্ডারি। আজ সুসময়ে তাঁকে সরিয়ে দেওয়া ইতিহাসের এক কালো অধ্যায়।"
তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে জোরালোভাবে আহ্বান জানিয়েছেন—
"ত্যাগী নেতাদের বাদ দিয়ে নয়, বরং তাদের হাত ধরেই বিএনপিকে শক্তিশালী করা হোক। অবিলম্বে হুমায়ুন কবিরকে স্বপদে ফিরিয়ে আনতে হবে।"
এই দাবিকে ঘিরে বাউফলের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। কর্মীরা বলছেন, দল যদি পরীক্ষিত নেতৃত্বের ছায়ায় চলতে চায়, তাহলে এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার।
হুমায়ুন কবিরের পাশে বাউফলের মাটি, তাঁর পাশে তৃণমূল।
ইতিহাস বিএনপির পক্ষেই থাকবে — কিন্তু সেই ইতিহাস গড়তে দরকার সত্যিকারের সৈনিকদের সম্মান।