বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
আফজাল হোসেন জয়,
বান্দরবান প্রতিনিধি://
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম বৃহৎ ও জনসম্পৃক্ত বাহিনী, যারা আইন-শৃঙ্খলা রক্ষা সামাজিক উন্নয়ন ও জাতীয় প্রয়োজনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে থাকে। দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাহিনীর সদস্যদের নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১৬ জুন ২০২৫ তারিখে দেশের ৬৪টি জেলার ৮০ টি পৌরসভা/ওয়ার্ডে ১০ দিন ব্যাপী শহর প্রতিরক্ষা দল (টিডিপি) এর মৌলিক প্রশিক্ষণের ৩য় ধাপের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বান্দরবানের লামা পৌরসভার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন
জনাব মকসুদ রসুল,পরিচালক,১২ আনসার ব্যাটালিয়ন,লামা, বান্দরবান।
৩য় ধাপের এই প্রশিক্ষণ কার্যক্রমে সারাদেশে মোট ৫২৮০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।
মানব নিরাপত্তা, কমিউনিটি এলার্ট ম্যাকানিজম, সামাজিক সচেতনতা, স্বেচ্ছাসেবা এবং নগর অঞ্চলের অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবেলাসহ জাতীয় যেকোন মোতায়েন বিষয়ে সমন্বিত ও বাস্তব ধারণা প্রদানের মাধ্যমে তারুণ্যের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায়, তা এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
এছাড়াও এই প্রশিক্ষণ কার্যক্রম সদস্যদের ব্যক্তিগত উন্নয়ন, সমাজে অবদান রাখা এবং দেশের প্রয়োজনের দায়িত্ব পালন করতে প্রস্তুত করে গড়ে তোলে। বাহিনী সম্পর্কে প্রাথমিক ধারণা, ড্রিল ও শারীরিক প্রশিক্ষণ, আত্মরক্ষা কৌশল, আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা, অস্ত্র চালনা প্রশিক্ষণসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রাথমিক চিকিৎসা, নেতৃত্ব ও যোগাযোগ কৌশল এবং সমাজ সেবামূলক কাজে সকলকে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
চলমান টিডিপি প্রশিক্ষণে সদস্যদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে এই নতুন ও সময়োপযোগী প্রশিক্ষণ কার্যক্রম সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।