বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
আফজাল হোসেন জয়
বান্দরবান প্রতিনিধি।
ছয় দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, পদোন্নতি এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা।
বান্দরবান জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলায় কর্মরত শতাধিক স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন তারা। দীর্ঘ দিন ধরে ১৬তম গ্রেডে চাকরি করলেও এখনো পর্যন্ত তাদের গ্রেড উন্নীত করা হয়নি অথচ সরকারের অন্যান্য দপ্তরে একই গ্রেডের কর্মচারীরা পদোন্নতি পেয়েছেন কিন্তু আমরা আজও বঞ্চিত।
আমাদের সাথে এটি সুস্পষ্ট বৈষম্য ও চরম অবমূল্যায়নের শামিল। ইন সার্ভিস ডিপ্লোমাধারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও পরিদর্শকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এ্সোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত ৬ দফা দাবির দ্রুত বাস্তবায়ন চান তারা।
কর্মসূচিতে বক্তারা আরও বলেন, দেশে মানব শিশুর ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে স্বাস্থ্য সহকারীরাই মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন অথচ দীর্ঘ দিন ধরে তারা কারিগরি (টেকনিক্যাল) কাজ করলেও টেকনিক্যাল পদ মর্যাদা পাননি। ফলে সরকারিভাবে অন্যান্য দপ্তরের কর্মচারীদের তুলনায় তারা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
স্বাস্থ্য খাতের সকল আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে স্বাস্থ্য সহকারীদের অবদান থাকলেও এখনও বাস্তব কোনো পরিবর্তন আসেনি তাদের জীবনে। তাই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল মর্যাদা নির্ধারণ সহ ছয় দফা দাবি আদায়ে তারা আন্দোলনে নেমেছেন।
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি গুলো হলো:
🔷 নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ ও ১৪তম গ্রেড প্রদান।
🔷 ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদ মর্যাদা সহ ১১তম গ্রেডে উন্নীতকরণ।
🔷 পদোন্নতির ধারাবাহিকতায় উচ্চতর গ্রেড নিশ্চিত করা।
🔷 পূর্বের নিয়োগ প্রাপ্তদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি।
🔷 টাইম স্কেল ও উচ্চতর গ্রেড পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে সমন্বয়।
🔷 ইতিপূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের ১১তম গ্রেড প্রদান।
উপস্থিত অনেকে বলেন, তারা পূর্বেই কর্তৃপক্ষকে আবেদনের মাধ্যমে দাবি জানিয়ে এসেছেন।
স্বাস্থ্য সহকারীরা আশা করছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত ছয় দফা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
হেল্থ এসিস্ট্যান্ট এ্সোসিয়েশন,
জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যাসিং খেয়া, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদ সহ প্রায় শতাধিক স্বাস্থ্যকর্মী।