বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
অনলাইনখবর://
ঢাকার যাত্রাবাড়ীতে পরিবহন খাতে চাঁদাবাজি, দখলদারি ও সহিংসতার অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কৃত হয়েছেন যুবদলের যাত্রাবাড়ী থানার সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম।
শনিবার (১২ জুলাই) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পরপরই দল মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্যপদসহ আজীবনের জন্য বহিষ্কার করেছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে যেকোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
“যুবদল অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করে না। এ কারণে ফাহিমের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।”
সূত্র বলছে, সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরগামী বাস চলাচলে বাধা, বাস ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের একাধিক অভিযোগ উঠে মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, তিনি শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের পাশাপাশি এককালীন মোটা অঙ্কের অর্থ দাবি করেন। দাবি না মানায় প্রতিশোধ হিসেবে ১০টির বেশি বাস ভাঙচুর এবং ১২ জন শ্রমিকের ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থী, শ্রমিক ও স্থানীয়রা একাধিক বিক্ষোভ ও কর্মসূচি পালন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফাহিম দাবি করেন,
“আমাদের পরিবহন খাত দখলে নিতে কিছু পক্ষ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করছে। আমি এসব অভিযোগের সঙ্গে সম্পৃক্ত নই।