বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
তাজুলইসলাম ://
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (৩ আগস্ট)। পাশাপাশি চলছে এইচএসসি ও বিসিএস পরীক্ষা। একইদিন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দুপুর থেকে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে রাজধানীর কিছু সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে সকাল থেকেই দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতিতে বিপাকে পড়েছেন কর্মমুখী নগরবাসী।
এদিকে যাত্রীর চাপ বাড়ায় গণপরিবহনের সংকটে অনেককে প্রচণ্ড ভিড় ঠেলে বাসে উঠতে দেখা গেছে। কর্মজীবী মানুষ, অফিসগামী যাত্রী ও পরীক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। গাড়ি না পেয়ে অনেককে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে কাঁটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং মৎস্যভবন মোড়ে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। উল্লেখিত এই রাস্তাগুলো থেকে মূলত শাহবাগের দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তাই যাত্রী-পথচারীদের ঘুরে যেতে হচ্ছে অন্য রাস্তা দিয়ে। এতে করেই ধীরগতি চলে আসে সড়কে। তবে শাহবাগের বারডেম হাসপাতালের সামনের রাস্তার বাস বা অন্যান্য যানবাহন না চললেও রিকশা চলাচল করতে পারছে। এতে করে হাসপাতালে আসা মানুষেরা রিকশা করে মৎস্যভবন বা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যেতে পারছে। এছাড়া ফার্মগেট কাওরান বাজার, বাংলামটর, সায়েন্স ল্যাব, মিরপুর রোডের বিভিন্ন পয়েন্টে যানবাহন চাপ দেখা গেছে। প্রেস ক্লাব, গুলিস্তানের দিকেও যানজট রয়েছে।
কাঁটাবন মোড়ে মোটরসাইকেল আরোহী আরিফ হোসেন বলেন, সায়েন্সল্যাব থেকে কাঁটাবন মোড়ে আসছি ২০ মিনিটে। বাইকে এই রাস্তায় এই সময় লাগেই না। আজ সমাবেশ বলে রাস্তা বন্ধ করে দিয়েছে। তাই গাড়ি চাপ বেশি।
বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাসান উদ্দিন বলেন, সকালে ডাক্তার দেখাতে আসছিলাম শনিরআখড়া থেকে। কিন্তু এখন রাস্তা বন্ধ করে দিয়েছে। তাই রিকশা নিয়ে মৎস্যভবন যেতে হবে। না হলে সরাসরি এখান থেকেই বাসে উঠতে পারতাম।
গাড়িতে উঠতে না পেরে আসাদগেট থেকে হেঁটেই কাওরান বাজারে দিকে রওনা হন ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি বলেন, গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। গাড়িও কম আবার ভিড়ও, তাই অপেক্ষা না করে হেঁটে রওনা দিলাম।
সেখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করা আরেক যাত্রী বাদল মিয়া বলেন, কয়েকটা বাস সামনে দিয়ে গেলো। ভেতরের ওঠার মতো পরিস্থিতি দেখলাম না। গুলিস্থান যাবো। না পেলে হেঁটে ভেঙে ভেঙে যেতে হবে।
এদিকে, সড়কে প্রচণ্ড চাপের প্রভাব পড়ে মেট্রোরেলেও। ফার্মগেট, পল্লবী, মিরপুরসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। ফার্মগেট স্টেশনে টিকিটের জন্য অপেক্ষমাণ যাত্রী আসিফ আলী বলেন, রাস্তায় জ্যাম দেখে মেট্রো ধরলাম। কিন্তু এখানে এসেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, তিনটি রাজনৈতিক সংগঠনের সমাবেশকে ঘিরে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক বিজ্ঞপ্তিতে শহরবাসীকে বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।