বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃমনিরহোসেন ://
রাজধানীর যাএাবাড়ীতে মাদকের সয়লাব দীর্ঘদিন যাবত চলছে প্রশাসনের নাকের ডগায়।বিভিন্ন ধরনের মাদক বিক্রি হচ্ছে যাত্রাবাড়ি আরতের ভিতরে। যার কারণে যুবসমাজ ধ্বংস হচ্ছে দিনের পর দিন, এইসব মাদকগুলো নিয়ন্ত্রণ করছে দুইজন মূল হোতা এরা হলেন নাজমা বেগম ও ডেঙ্গু রতন।এবং সহযোগী বিক্রেতারা হচ্ছেন, অপু,বাবু,আরো অনেক অজ্ঞাত বিক্রেতারা।
এখন সংবাদ টোয়েন্টি ফোর এর অনুসন্ধানে বেরিয়ে আসে যাএাবাড়ীর আরতে প্রতিদিন বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাদক ডেঙ্গু রতনের নিয়ন্ত্রণের জায়গাটি হল মাছের আরত সিটি কর্পোরেশন মার্কেটের সামনে, আর নাজমা বেগম নিয়ন্ত্রণের জায়গা টি হলো আলু পট্টির জায়গা টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কিছু লোক নামে মাত্র ছোট-খাটো অভিযান চালায় মাঝে মধ্যে তাদেরকে আটক করলে কিছুদিন পর জেল খেটে বেরিয়ে এসে আবারো তারা এইসব মাদক বিক্রি করে আসছেন,এবং এইসব মাদক বন্ধের দাবি জানাচ্ছে এলাকাবাসী।