বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:
ছাপার অক্ষরের ঘ্রাণ, খবরের কাগজের স্পর্শ—আজও অনেকের সকাল শুরু হয় এই চিরচেনা অনুভূতি দিয়ে। অনলাইন সংবাদে ভরপুর যুগেও হাতে ছাপানো সংবাদপত্র ধরার আনন্দের বিকল্প নেই। সেই ঐতিহ্যের অংশ হয়ে এবার রাঙামাটিতেও পৌঁছে গেল জাতীয় দৈনিক “দৈনিক ঘোষণা”— যা পাঠক সমাজে এনেছে নতুন প্রাণের স্পন্দন।
সম্প্রতি ক্রাইম অ্যান্ড অপস বিভাগের কর্মকর্তা জনাব মোঃ জসীম উদ্দিন চৌধুরী, পি.পি.–এর হাতে ‘দৈনিক ঘোষণা’ পত্রিকার একটি কপি পৌঁছে দেন রাঙামাটি প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম।
পত্রিকাটি হাতে পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন,
রাঙামাটিতে যদি নিয়মিতভাবে জাতীয় দৈনিক পাওয়া যায়, তাহলে এখানকার পাঠকরা জাতীয় পরিসরের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে পারবেন। ‘দৈনিক ঘোষণা’ পত্রিকা যেন আরও দূর এগিয়ে যায় এই কামনা করি।
পাহাড়ের সংবাদ এখন জাতীয় পরিসরে রাঙামাটি ও পার্বত্য জনপদের নানা গল্প, উন্নয়নচিত্র ও সামাজিক বাস্তবতা প্রায়ই অবহেলিত থাকে মূলধারার গণমাধ্যমে। স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকদের উদ্যোগে এখন সেই খবরও জাতীয় পাঠকের কাছে পৌঁছাতে শুরু করেছে।
‘দৈনিক ঘোষণা’-এর মাধ্যমে রাঙামাটির সংবাদ ও সম্ভাবনা পৌঁছে যাচ্ছে ঢাকাসহ সারাদেশের পাঠকের কাছে।
স্থানীয় সাংবাদিক মোঃ আলমগীর মানিক বলেন,
রাঙামাটির মানুষের গল্প, সমস্যা ও সফলতা দেশজুড়ে তুলে ধরার জন্য এই পত্রিকা কাজ করছে। আমরা চাই, প্রতিটি জেলার মতো রাঙামাটিতেও নিয়মিতভাবে এই দৈনিক পাওয়া যাক।