বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃ কামরুল ইসলাম,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সম্প্রতি রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটাল পরিদর্শন করেছেন। স্থানীয় মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অগ্রযাত্রায় অনুপ্রেরণা দিতেই তাঁর এই সফর বলে জানা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, মামুনুর রশিদ মামুনের এই আগমনে প্রতিষ্ঠানটি গৌরবান্বিত ও অনুপ্রাণিত। তাঁর আন্তরিক শুভেচ্ছা ও প্রেরণা রাঙামাটির মানুষের উন্নত স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য অত্যন্ত মূল্যবান অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা
পরিদর্শনকালে রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ এমরান হোসেন, ডিএমডি মাহাবুব ইলাহী, এবং এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য ও পরিচালকবৃন্দ — সজিব দে ও মোতাহের হোসেন।
মামুনুর রশিদ মামুনের আগমন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটির মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আপনার আগমন ও শুভেচ্ছা আমাদের এই যাত্রাকে আরও শক্তি ও প্রেরণা দেবে। বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে হাসপাতালের উদ্যোগকে স্বাগত জানান এবং এ ব্যাপারে তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও শুভকামনা অব্যাহত থাকবে বলে জানান। তাঁর এই পরিদর্শন উন্নত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে হাসপাতাল পরিবারকে আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।