বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটি–কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে যাত্রীবাহী একটি অটোরিকশা খাদে পড়ে দুই নারী যাত্রী আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিলনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯ নম্বরের অটোরিকশাটি রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি বন্যহাতি রাস্তা আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে হাতিটি গাড়িটিকে ধাক্কা মেরে পাশের খাদে ফেলে দেয়। অটোরিকশাচালক দুলাল দৌড়ে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে গাড়িতে থাকা দুই নারী যাত্রী আহত হন।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে রশি বেঁধে অটোরিকশাটি উদ্ধার করে। উদ্ধারকাজে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ ও ইআরটি দলের সদস্যরা সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগ এবং ইআরটির সহায়তায় গাড়িটি খাদ থেকে তোলা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, দুই নারী যাত্রী আহত হয়েছেন। তাঁদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়কটিতে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়। সন্ধ্যার পর যাতায়াতকারীরা আতঙ্কে থাকেন। তাঁরা সড়কে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।