বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃকামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটি শহরের ভেদভেদি মুসলিম পাড়ায় ক্লাব আরজিটির উদ্যোগে ডে–নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল চারটায় উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। আয়োজনকে ঘিরে খেলাপ্রেমী শতাধিক দর্শকের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। সামাজিক সম্প্রীতি জোরদারেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম বলেন, ‘সুস্থ দেহেই গড়ে ওঠে সুস্থ মন। যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন উদ্যোগ তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে সহায়তা করে।’ তিনি ক্লাব আরজিটিকে নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
প্রধান বক্তা বৃহত্তর মুসলিম পাড়া সমাজ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘যুবকদের ঐক্যবদ্ধ রাখা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে খেলাধুলা অন্যতম মাধ্যম। এই টুর্নামেন্ট তাদের মাঝে নতুন উদ্দীপনা যোগাবে।
উদ্বোধক নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘খেলাধুলা শৃঙ্খলা, শান্তি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। যুব প্রতিভা বিকাশে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নাঈম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকদের বরাতে জানা যায়, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ম্যাচগুলো রাত পর্যন্ত চলবে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনকে কেন্দ্র করে এলাকার তরুণদের মধ্যে ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়বে এবং সমাজে একতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।