বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
আব্দুল কাইয়ুম খান
গত ৭ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলার উদ্যোগে ঝালকাঠি জেলা প্রশাসনের সহায়তায় কাঠালিয়া উপজেলায় ৩ টি ইটভাটা ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অমান্য করে পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মেসার্স এ এস বি ব্রিকস, মেসার্স এমসি ব্রিকসের কিলন ও ড্রাম চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এবং মেসার্স জি জি বি ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় ও সমুদয় কাচাইট পানি দিয়ে নষ্ট করা হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিন মেরিনা । অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলার সহকারী পরিচালক আঞ্জুমান নেছা । প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম । এছাড়া পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় বরিশাল ও ঝালকাঠি জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন কাঠালিয়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা । অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।