বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
আব্দুল কাইয়ুম খান
গত ১১ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্দেশনায় ও জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ এর নেতৃত্বে বিভিন্ন রকম দন্ড প্রদান করা হয়।এর মধ্যে মেসাস হোসেন ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা ,বেষ্ট ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা ও ভেকু মেশিন দিয়ে ইটভাটা ২ টির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া উক্ত স্থানে আর ইটভাটা পরিচালনা করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে । উক্ত ভ্রাম্যমান আদালত একই উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে খান জাহান আলী ব্রিকসকে ১ লক্ষ টাকা , সুপার ব্রিকসকে ৪ লক্ষ টাকা ও ইউনাইটেড ব্রিকসকে ৪ লক্ষ টাকা , নিউ সুপার ব্রিকস -২ কে ৪ লক্ষ টাকা সহ ৬টি ইটভাটায় ১৯ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। এছাড়া উক্ত আদালতের মাধ্যমে খান জাহান আলী ব্রিকসের কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়, সুপার ব্রিকস ও ইউনাইটেড ব্রিকসের কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও কাচাইট নষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আসিফ আলম । এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশীদ ও পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক রাজিব কুমার বাইন সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন। আইন শৃঙ্খলা রক্ষায় ছিলেন র্যাব -৬ , খুলনা জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি সদস্যরা । বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।