বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃমনিরহোসেন://
সেনাবাহিনীর অভিযানে সায়দাবাদ বস্তি হইতে বিপুল পরিমাণে মাদক ও অস্ত্র ১৮ লক্ষ টাকা সহ উদ্ধার এবং আটক ১১জন।
যাত্রাবাড়ী ক্যাম্পের সেনাবাহিনীর কর্মকর্তা বলেন এই সমস্ত টাকা চাঁদাবাজির উৎস থেকে তাদের নিজের হেফাজতে রাখে। তিনি বলেন এখানে কিছু অংশের টাকা সুজন নামের ব্যক্তির ও তার বাসা থেকে একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন সুজন একজন সুনামধন্য ড্রাগ ব্যবসায়ী সে এখন পলাতক আমরা তাকে ধরার জন্য ব্যবস্থার করছি। এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদক উদ্ধারকৃত টাকা ১১ জন গ্রেপ্তারকৃত দের যাত্রাবাড়ী থানায় মামলার জন্য পাঠাচ্ছি।