বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃনজরুল ইসলাম://
মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সামরিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বার্ধক্যজনিত কারণে সকাল ১০টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বার্তায় এ কথা জানানো হয়।
বার্তায় এনসিপি জানায়, মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে অসামান্য নেতৃত্ব, দূরদর্শিতা এবং সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। যুদ্ধকালীন সামরিক পরিকল্পনা, সমন্বয় এবং নেতৃত্বে তার অবদান স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতা-পরবর্তী সময়ে বিমান বাহিনী গঠন এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তিনি পেশাদারত্ব, সততা এবং দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
বার্তায় দলটি জানায়, এ কে খন্দকার ছিলেন একজন দৃঢ়চেতা, নীতিবান ও দায়িত্বশীল দেশপ্রেমিক-যার জীবন এবং কর্ম জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।