বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মতিউল ইসলাম হৃদয় ://
*বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান* -এর ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে জনসমাবেশে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট সড়ক), সংলগ্ন এলাকায় আজ শুক্রবার সকালে সৃষ্ট সকল বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় *ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক* নিজেই বর্জ্য অপসারণ কার্যক্রম কাজে নেমে পড়েন। *তিনি বলেন,* মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছেন আমরা যা কিছুই করি তা যেন মানুষের কল্যাণে হয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই বিএনপি এ ধরনের কার্যক্রম করছে বলে জানান বিএনপি নেতা *আমিনুল হক* ।