বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃ মনিরহোসেন ://
হবিগঞ্জে জেলা চুনারুঘাটে দিনভর অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই ছাড়া দুটি ট্রাক্টর, বালু উত্তোলনের ১০টি মেশিন এবং বেশ কিছু পাইপ জব্দ করা হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিয়াউর রহমান।
ইউএনও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের ইছালিয়া এবং জারুলিয়া, আহম্মদাবাদ ইউনিয়নের বাশতলা-কোটবাড়ি এবং রাণীগাঁও ইউনিয়নের পাচারগাঁওসহ বিভিন্ন স্থান ও নদীসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর, ১০টি মেশিন এবং বেশ কিছু পাইপ জব্দ করা হয়।
তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে আলাপ ও সরেজমিনে তদন্তের মাধ্যমে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের নামের তালিকাও প্রস্তুত করা হয়েছে।
এই ছাড়া ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অপরাধে আমকান্দি এলাকার মোঃ আব্দুল হকের ছেলে মোঃ অলিউর রহমান সোহাগকে (৩০) দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলনের অভিযোগে নয়জনকে আসামি করে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইতোমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।