বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি:-
আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি,শুক্রবার জুমার নামাজ শেষে শহরের প্রাণকেন্দ্র বনরূপা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।দুপুর দেড়টার দিকে বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা’র ব্যানারে মিছিলটি শুরু হয়। মিছিলটি বনরূপা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলী এলাকার পেট্রোল পাম্প চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ হাদির স্মরণে এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী সংগ্রামের একজন অকুতোভয় বিপ্লবী। তাঁর সাহসী ভূমিকা জুলাই বিপ্লবকে বেগবান করেছিল। এমন একজন যোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যা করা কেবল একটি ব্যক্তিগত অপরাধ নয়, বরং এটি দেশের ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকারের ওপর চরম আঘাত।
অবিলম্বে যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে রাঙামাটিসহ সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এলাকা জুড়ে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও সংহতি লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।