বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
রিপোর্ট হারুন ://রাজধানীর পূর্ব তেজতুরিবাজার এলাকায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডিপিডিসি) অফিসে চাঁদাবাজির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও থানা পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে কারওয়ানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ বিল্লাল হোসেন (৪০) মো: রিপন (৩৪)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, এজাহারনামীয় তিনজনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ গ্রহনকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করেছে। এরপর গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা আইডিপির তেজগাঁওয়ের পূর্ব তেজতুরিবাজারের অফিসে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেলে প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বড় ধরনের ক্ষতির হুমকি দেয়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন। গ্রেপ্তার বিল্লাল হোসেন ও রিপনসহ এজাহারনামীয় আসামিরা কারওয়ানবাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাদের ভয়ে সাধারণ ব্যবসায়ীরা সবসময় ভীতআও আতঙ্কিত থাকে। বিল্লালের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মাদক মামলা ও রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে।