বিশেষ প্রতিনিধি, মোঃ মনির।।
রিপোর্ট হারুন://রাজধানীর কদমতলীর বাইতুর জামে লিল্লাহ বোডিংয়ের চতুর্থ তলার সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে আলভী হাওলাদার (৭) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আলভী হাওলাদার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ গ্রামের সায়েম হাওলাদারের ছেলে। মাদ্রাসার শিক্ষক জসিম সরদার ঢামেকে জানান, রাতে মাদ্রাসা বোডিংয়ের চতুর্থ তলায় মসজিদের সিঁড়ি দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আলভী। এ খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিলে চিকিৎসক জানান আলভী আর বেঁচে নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ওই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।