মোঃমনির,এমআই হৃদয়,;//
রাজধানীর সায়দাবাদ এলাকার আবাসিক হোটেল নাহিদ, ও রোজ ভেলি, কিং প্যালসে, পুলিশের অভিযান চালিয়ে নারীসহ আটক ৫জন। আজ সোমবার বিকেলে ৩ ঘটিকায় ০৭/০৭/২০২৫ তারীখ।ওয়ারী বিভাগের এডিসির নেতৃত্বে যাত্রাবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিমের এসআই মেহেদীর, এবং সঙ্গী ফোর্স নিয়ে হোটেল গুলোতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত অপরাধে পাঁচজনকে আটক করেন।
এবং যাএাবাড়ীর থানার হাজতে নারীসহ পাঁচজনকে ভিতরে রাখেন এবং ওয়ারী বিভাগের এডিসি এখন সংবাদ ২৪ এর প্রতিনিধী কে বলেন তাদেরকে আইন অনুযায়ী মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।