ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের অভিযানে সায়দাবাদ আবাসিক হোটেল নাহিদ ও রোজভেলি থেকে ৫জন আটক

  • আপলোড তারিখঃ 07-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 265940 জন
পুলিশের অভিযানে সায়দাবাদ আবাসিক হোটেল নাহিদ ও রোজভেলি   থেকে ৫জন আটক ছবির ক্যাপশন: ১

মোঃমনির,এমআই হৃদয়,;//

রাজধানীর সায়দাবাদ এলাকার আবাসিক হোটেল নাহিদ, ও রোজ ভেলি, কিং প্যালসে, পুলিশের অভিযান চালিয়ে নারীসহ আটক ৫জন। আজ সোমবার বিকেলে ৩ ঘটিকায় ০৭/০৭/২০২৫ তারীখ।ওয়ারী বিভাগের এডিসির নেতৃত্বে যাত্রাবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিমের এসআই মেহেদীর, এবং সঙ্গী ফোর্স নিয়ে হোটেল গুলোতে  অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত অপরাধে  পাঁচজনকে আটক করেন।

এবং যাএাবাড়ীর থানার হাজতে নারীসহ পাঁচজনকে ভিতরে রাখেন এবং  ওয়ারী বিভাগের এডিসি এখন সংবাদ ২৪ এর প্রতিনিধী কে বলেন  তাদেরকে আইন অনুযায়ী মামলা  দিয়ে আদালতে  পাঠানো হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন