মোঃনজরুল ইসলাম://
ঢাকায় শিক্ষকদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নরসিংদীতে লাগাতার কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের। নরসিংদী প্রেসক্লাবের সামনে শিক্ষক, শিক্ষিকাগন২০% বাড়ি ভাড়া ১৫০০টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের৭৫%উৎসব ভাতা দাবি আদায়ের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো আবেদন জানান। শিক্ষক শিক্ষিকাগন বলেন যদি তাদের দাবি আদায় করা না হয় তাহলে তারা লাগাতার কর্মবিরতির পালন করবে। তার পর তারা কিছু সময় প্রেসক্লাবের সামনে অবস্থান করেন।পরে তারা সোল্লগান করতে করতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সারক লিপি প্রদান করেন।