রিপোর্টার মোঃ নজরুল ইসলাম এর প্রতিবেদনে,দুপুর :২:৩০মিনিট।রোজ: শুক্রবার,
নারায়ণগঞ্জ জেলা সোনার গাঁও উপজেলা কাঁচপুরে ডাইং বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার ,পরেঐ মসজিদ প্রাঙ্গনে মুসলিম জনতা ও সাধারণ জনগণ জুড়ো হয়ে মিছিল শুরু করে। ধীরে ধীরে মিছিলটি বৃহত্তর আকার ধারণ করে, বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম মুফতি মাওলা এবং সাধারণ মুসলিম জনতা প্রতিবাদ মিছিলে যোগদান করেন। পরে কাঁচপুর গোলচত্বর এসে প্রতিবাদ ও বিক্ষোভ করা হয়,আলেম ওলামারা আলিফ হত্যা,মুহীবুল্লাহ গুম, গাজীপুরে আশামনি ধর্ষণ, বুয়েটেরধর্ষক শ্রীশান্তরয়,ও সকল ইস্কন ধর্ষক, খুনীদের ফাঁসি এবং ইস্কন চিরতরে নিষিদ্ধের দাবি করেন,অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানান, অতিদ্রুত ইস্কন নিষিদ্ধ এবং সকল খুনীদের দিষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়। তাঁহারা আর ও বলেন ,এই বাংলার জমিন থেকে যদি ইস্কন নামক ক্যান্সার নিষিদ্ধ না করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।