ঢাকা | বঙ্গাব্দ

আজ ১৩ নভেম্বর আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি'ও জামাত শিবিরে প্রতিবাদ মিছিল

  • আপলোড তারিখঃ 13-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26110 জন
আজ ১৩ নভেম্বর আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি'ও জামাত শিবিরে প্রতিবাদ মিছিল ছবির ক্যাপশন: ১

মোঃ মনিরহোসেন ;//

আজ ১৩ নভেম্বর আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি'ও জামাত শিবিরে প্রতিবাদ মিছিল করা হয়েছে।সকাল  ৭: ঘটিকা হইতে সন্ধ্যা ৬:টা পর্যন্ত যাএাবাড়ি ও দয়াগঞ্জে। 

 এতে উপস্থিত ছিলেন  যাত্রাবাড়ী থানা বিএনপি'র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের  সদস্য আব্দুর রহিম  ও সদস্য আনোয়ার হোসেন ভুট্টু, এবং  যাত্রাবাড়ী থানা যুবদলের পক্ষ থেকে  মোঃ মাহবুবুর রহমান সোহেল সাবেক সহ-সভাপতি যাত্রাবাড়ী থানা যুবদল।


 ১৩ ই নভেম্বর স্বৈরাচার সরকার শেখ হাসিনার বিচার আওতাধীন  সময় ঢাকায় চলছে লকডাউন সেই লকডাউনকে কেন্দ্র করে হেফাজত ইসলাম এবং  জামায়েত ইসলাম  সংগঠন মিলে। স্বরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে, পুরনো ঢাকা গেন্ডারিয়া দয়াগঞ্জ মোড়ে জড়ো হয়। এতে বক্তব্য রাখেন জামাতের আমির মোহাম্মদ কামরুল ইসলাম গেন্ডারিয়া থানা ঢাকা মহানগর দক্ষিণ।, আরো বক্তব্য রাখেন হেফাজত ইসলামের আমির হাকিম মাওলানা মোঃ আনোয়ার হোসেন গেন্ডারিয়া থানা ঢাকা মহানগর দক্ষিণ।




কমেন্ট বক্স
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ