ঢাকা | বঙ্গাব্দ

যাএাবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 09-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 31035 জন
যাএাবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি  সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ১


মো মনিরহোসেন://

যাএাবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি  সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে। 

 প্রধান অতিথি :হিসেবে উপস্থিত ছিলেন  এবং   বক্তব্য করেন ঢাকা ৫ আসনের এমপি পদপ্রার্থী জনাব আলহাজ্ব নবীউল্লাহ নবী।

বিশেষ অতিথি : হিসাবে  উপস্থিতি ছিলেন মোঃ আলম খান সাবেক এমপি চাঁদপুর ৩-আসন, মোঃ রেজাউল কবির দিপু, সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ , সৈয়দ আলামিন সম্রাট সাধারণ সম্পাদক কার্যনির্বাহী কমিটি শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ, মোঃ কাউছার আহমদ মজুমদার সি সাধারণ সম্পাদক শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ। 

 অনুষ্ঠানে সভাপতি করেন :কামাল উদ্দিন শহীদ জিয়া স্মৃতি সংসদ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ, 

সঞ্চালয়নে :মুস্তাফিজুর  রহমান দাদন,সাধারণ সম্পাদক :শহীদ জিয়ার স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ।  এতে আরও  উপস্থিত ছিলেন জামশেদুল আলম শ্যামল আহবায়ক  যাএাবাড়ী থানা বিএনপি। আমন্ত্রিত অতিথি :মোঃ ফেরদৌস হোসেন রনি আহবায়ক  কমিটির সদস্য বিএমপি যাএাবাড়ী থানা ও বিশিষ্ট  ব্যবসায়ী,।

 তরিকুল ইসলাম তারেক আহবায়ক বিএনপি যাত্রাবাড়ী থানা, মোঃ সাকিল  মোল্লা সভাপতি ৫০নং ওয়ার্ড  বিএনপি যাএাবাড়ী থানা,  আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর মাতবর ৪৮নং ওয়ার্ড  আহ্বায়ক   বিএনপি যাএাবাড়ী থানা, মোঃ রবিউল হক সদস্য বিএনপি  ৪৮নং ওয়ার্ড যাত্রাবাড়ী থানা,

 মোঃ আহশানুল কবির ওয়াশিম সাধারণ সম্পাদক  ৫০নং ওয়ার্ড বিএনপি যাএাবাড়ী থানা, মোঃ শাহ আলম সভাপতি শহিদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ, মোঃ শাহিন সাধারণ সম্পাদক শহিদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ মশিউর রহমান ঝিনুক , সি সহ-সভাপতি শহীদ জিয়া স্মৃতি সংসদ ঢাকা মহানগর দক্ষিণ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন