ঢাকা | বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিবসহ গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ 03-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 559584 জন
সাবেক রাষ্ট্রপতির একান্ত সচিবসহ গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের একান্ত সচিবসহ দুজন

প্রয়াত রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের একান্ত সচিব ও সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রতিনিধি মোল্লা সাখাওয়াত ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল হেকিম রায়হানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও ভৈরব বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের বিশেষ অভিযানে শনিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর ঢাকার ধানমন্ডি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে প্রয়াত রাষ্ট্রপতি একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা সাখাওয়াত (৫২) এবং অপরজন ভৈরব পৌর শহরের ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত আব্দুল রহিম মিয়ার ছেলে আব্দুল হেকিম রায়হান (৫২)।

রোববার (৩ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি আব্দুল হাই চৌধুরী দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৯ জুলাই সাখাওয়াত উল্লাহ ও আব্দুল হেকিম রায়হানসহ অন্যান্য আসামিরা বেআইনিভাবে বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা ও বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত মামুন মিয়া, বিএনপির নেতা রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানা ও আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করেন। ওই মামলায় তারা এজাহারভুক্ত আসামি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ