ঢাকা | বঙ্গাব্দ

তাঁর নায়ক হতে ২৫ হাজার তরুণের আবেদন, ঘটনাবহুল পুনম পান্ডের জীবন

মাত্র বত্রিশেই শেষ! শুক্রবার হঠাৎ করেই শোনা গেল, পুনম পান্ডে আর নেই। অভিনেত্রীর ব্যবস্থাপক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান পুনম। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী।
  • আপলোড তারিখঃ 02-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 523738 জন
তাঁর নায়ক হতে ২৫ হাজার তরুণের আবেদন, ঘটনাবহুল পুনম পান্ডের জীবন ছবির ক্যাপশন: 1

মাত্র বত্রিশেই শেষ! শুক্রবার হঠাৎ করেই শোনা গেল, পুনম পান্ডে আর নেই। অভিনেত্রীর ব্যবস্থাপক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান পুনম। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী।

একাধিক ভারতীয় গণমাধ্যম ও শিল্পীর ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, জন্মস্থান কানপুরে হবে তাঁর শেষকৃত্য। সেই সঙ্গে হবে ঘটনাবহুল জীবনের সমাপ্তি। ইতি ঘটল বিতর্কেরও। বিতর্ক আর পুনম পান্ডে যেন একসুতায় বাঁধা ছিলেন। তবে আর কোনো দিন তাঁকে নিয়ে নতুন কোনো বিতর্কের সুযোগ রইল না।

মাত্র বত্রিশেই শেষ! শুক্রবার হঠাৎ করেই শোনা গেল, পুনম পান্ডে আর নেই। অভিনেত্রীর ব্যবস্থাপক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান পুনম। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী।

একাধিক ভারতীয় গণমাধ্যম ও শিল্পীর ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, জন্মস্থান কানপুরে হবে তাঁর শেষকৃত্য। সেই সঙ্গে হবে ঘটনাবহুল জীবনের সমাপ্তি। ইতি ঘটল বিতর্কেরও। বিতর্ক আর পুনম পান্ডে যেন একসুতায় বাঁধা ছিলেন। তবে আর কোনো দিন তাঁকে নিয়ে নতুন কোনো বিতর্কের সুযোগ রইল না।মাত্র বত্রিশেই শেষ! শুক্রবার হঠাৎ করেই শোনা গেল, পুনম পান্ডে আর নেই। অভিনেত্রীর ব্যবস্থাপক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান পুনম। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী।

একাধিক ভারতীয় গণমাধ্যম ও শিল্পীর ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, জন্মস্থান কানপুরে হবে তাঁর শেষকৃত্য। সেই সঙ্গে হবে ঘটনাবহুল জীবনের সমাপ্তি। ইতি ঘটল বিতর্কেরও। বিতর্ক আর পুনম পান্ডে যেন একসুতায় বাঁধা ছিলেন। তবে আর কোনো দিন তাঁকে নিয়ে নতুন কোনো বিতর্কের সুযোগ রইল না।মাত্র বত্রিশেই শেষ! শুক্রবার হঠাৎ করেই শোনা গেল, পুনম পান্ডে আর নেই। অভিনেত্রীর ব্যবস্থাপক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান পুনম। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী।

একাধিক ভারতীয় গণমাধ্যম ও শিল্পীর ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, জন্মস্থান কানপুরে হবে তাঁর শেষকৃত্য। সেই সঙ্গে হবে ঘটনাবহুল জীবনের সমাপ্তি। ইতি ঘটল বিতর্কেরও। বিতর্ক আর পুনম পান্ডে যেন একসুতায় বাঁধা ছিলেন। তবে আর কোনো দিন তাঁকে নিয়ে নতুন কোনো বিতর্কের সুযোগ রইল না।মাত্র বত্রিশেই শেষ! শুক্রবার হঠাৎ করেই শোনা গেল, পুনম পান্ডে আর নেই। অভিনেত্রীর ব্যবস্থাপক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান পুনম। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এক পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে যে ক্যানসারে প্রাণ হারিয়েছেন অভিনেত্রী।

একাধিক ভারতীয় গণমাধ্যম ও শিল্পীর ব্যবস্থাপক সূত্রে জানা গেছে, জন্মস্থান কানপুরে হবে তাঁর শেষকৃত্য। সেই সঙ্গে হবে ঘটনাবহুল জীবনের সমাপ্তি। ইতি ঘটল বিতর্কেরও। বিতর্ক আর পুনম পান্ডে যেন একসুতায় বাঁধা ছিলেন। তবে আর কোনো দিন তাঁকে নিয়ে নতুন কোনো বিতর্কের সুযোগ রইল না।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ আবু সাইদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন