ঢাকা | বঙ্গাব্দ

ঘুষখোর জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ 14-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8703 জন
ঘুষখোর জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ছবির ক্যাপশন: ১


মোঃ কামরুল ইসলাম, ​//

রাঙামাটি জেলা  প্রতিনিধি: রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমাকে ঘুষ গ্রহণের দায়ে অবিলম্বে গ্রেফতার ও চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন করেছে 'রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য'। একই সঙ্গে ঘুষখোর সার্ভেয়ারকে রক্ষাকারী কর্মকর্তা রাঙামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।

​আজ ১৪ অক্টোবর-২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের সামনে অরাজনৈতিক সংগঠন 'রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য' এই কর্মসূচির আয়োজন করে।

​রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য-এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

​এছাড়া মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর সমন্বয়ক মো. সাখাওয়াত হোসেন (দপ্তর), সমন্বয়ক শহিদুল ইসলাম, প্রধান সমন্বয়ক জুঁই চাকমা, সচেতন নাগরিক মো. কামাল উদ্দিন, ডায়লগ ফর পিচ of CHT(DPC) এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট কামাল হোসেন সুজন এবং রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর উপদেষ্টা নির্মল বড়ুয়া মিলন প্রমূখ।

​ঘুষখোর সার্ভেয়ার জেনন চাকমার গ্রেফতার ও বরখাস্তের দাবিতে আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য এর প্রধান সমন্বয়ক জুঁই চাকমা। বক্তারা অবিলম্বে অভিযুক্ত সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দুর্নীতিমুক্ত ভূমি অফিস নিশ্চিত করার জোর দাবি জানান।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন