ঢাকা | বঙ্গাব্দ

ঢাকায় বৃহত্তম র‌্যালির প্রস্তুতি বিএনপির

  • আপলোড তারিখঃ 05-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 610180 জন
ঢাকায় বৃহত্তম র‌্যালির প্রস্তুতি বিএনপির ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৮ নভেম্বর ঢাকায় স্মরণকালের বৃহত্তম র‌্যালি করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, ওই দিন র‌্যালি হবে ব্যাপক, সুশৃঙ্খল এবং আড়ম্বরপূর্ণ। যা সমসাময়িক কালের মধ্যে সবচেয়ে বৃহত্তম র‌্যালি। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। র‌্যালিতে ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জের নেতা-কর্মীরা অংশ নেবেন বলে জানান ডা. জাহিদ। এ জেড এম জাহিদ হোসেন বলেন, ওই দিন বেলা ৩টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হবে। সেখানে বিএনপির নেতৃত্বে অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করবেন। সেখানে অংশ নেবেন ঢাকার জনগণ। এমন একটি র‌্যালি হবে, যা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের কথা মনে করিয়ে দেবে বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হবে। আজকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন জাহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে যেন ব্যর্থ হয়, সেই জন্য ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা তাদের লুণ্ঠিত অর্থ ও বিভিন্ন ধরনের যেসব অস্ত্রের লাইসেন্স নিয়েছে, তা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন সংগঠনের নামে রাস্তায় নামছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।     




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযানে ২টি ট্রাক্টর ও ১০টি মেশিন জব্দ ২ লক্ষ টাকা জরিমানা