আঃ হাকিম,
বিশেষ প্রতিনিধি খুলনা।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ সোমবার (লন্ডন সময় বিকেল ৪টা ১০ মিনিটে) কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। তার প্রত্যাবর্তনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকার গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন “ফিরোজা” সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৈনিক ভোরের কথা কে বলেন, “তিনি মঙ্গলবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করছি।”
এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি যেন না হয়- এ ব্যাপারে দৃষ্টি রাখা হবে।
তারেক রহমান নিজেই তার মাকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দেবেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জাহিদ সাহেব বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। আশা করি, আমরা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারব।”