ঢাকা | বঙ্গাব্দ

ঈদ মানেই পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ,

  • আপলোড তারিখঃ 03-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 316597 জন
ঈদ মানেই পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ, ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://

ঈদ মানেই পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ, গ্রামে ফেরার প্রস্তুতি, আর নাড়ির টানে শহর ছেড়ে ছুটে চলা। দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষজন এরই মধ্যে রওনা হয়েছেন বাড়ির পথে। তবে ঈদের ছুটিতে বাসা ফাঁকা রেখে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা খুব জরুরি। একটু সতর্কতা ঈদের আনন্দযাত্রাকে করতে পারে আনন্দময় এবং  নিরাপদ।

সিলিন্ডার এবং গ্যাস লাইনের সংযোগ সঠিকভাবে বন্ধ আছে। বাড়ি ফিরে গ্যাস চালু করার আগে জানালা-দরজা খুলে দিন যাতে কোনো গ্যাস জমে থাকলে তা বের হয়ে যেতে পারে। একইভাবে পানির কল ও সংযোগগুলোও ভালোভাবে পরীক্ষা করে বন্ধ করে দিন, যাতে পানি পড়ে গিয়ে ক্ষতি না হয়।

বাসায় বিদ্যুৎ সংযোগ নিয়ে অসাবধানতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ফ্রিজ ছাড়া সব বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন। ফ্যান, লাইট, টিভি, কম্পিউটার, মাইক্রোওয়েভ—সবকিছুর সুইচ বন্ধ করে দিন। বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের সময় অতিরিক্ত ভোল্টেজে যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই আগে থেকেই প্রস্তুতি নিন।

দরজা-জানালার নিরাপত্তা নিশ্চিত করুন

ঈদের ছুটিতে অনেক বাসা ফাঁকা থাকে, আর এ সময় বাড়ে চুরি বা অনুপ্রবেশের ঝুঁকি। বাসা ছাড়ার আগে সব দরজা-জানালা ভালোভাবে তালা দেওয়া হয়েছে কি না তা একাধিকবার পরীক্ষা করে নিশ্চিত হন। পাশের বাসিন্দা বা নিরাপত্তাকর্মীকে জানিয়ে যান, যাতে তারা প্রয়োজনে নজর রাখতে পারেন।

ঘর গুছিয়ে এবং  পরিষ্কার করে রাখুন

লম্বা সময়ের জন্য বাসা ফাঁকা থাকলে ধুলাবালি, পোকামাকড় ও দুর্গন্ধের সমস্যা হতে পারে। তাই ঘর পরিচ্ছন্ন করে এবং আবর্জনা ফেলে রাখুন, যাতে ফিরে এসে বিশ্রামে বিঘ্ন না ঘটে।

পোষা প্রাণীর ব্যবস্থা করে যান

আপনার পোষা প্রাণী যদি থাকে, তবে তাদের একা ফেলে যাবেন না। পরিচিত কাউকে দেখভালের অনুরোধ করুন বা পোষা প্রাণীর জন্য নির্ধারিত পেট কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা নিন।

গুরুত্বপূর্ণ কাগজপত্রের ফটোকপি রাখুন

জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিকিটসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রের একটি করে ফটোকপি রাখুন। আসল কপি নিরাপদ স্থানে রেখে দিন। ভ্রমণের সময় এসব হারিয়ে গেলে ফটোকপি কাজে লাগতে পারে।

গাছের যত্নের বিষয়ে খেয়াল রাখবেন

ঈদের ছুটিতে যখন আপনি পরিবারের সঙ্গে আনন্দে কাটানোর জন্য শহর ছেড়ে গ্রামের পথে, তখন আপনার বাসার বারান্দা বা ছাদে থাকা প্রিয় গাছগুলো কিন্তু আপনাকে মিস করবে। তবে একটু যত্ন আর প্রস্তুতি থাকলে গাছগুলোও থাকবে সতেজ ও সুস্থ। ঈদের ছুটির সময়টা গাছগুলোর জন্য যেন কষ্টকর না হয়, সে জন্য কিছু বিষয় আগে থেকেই খেয়াল রাখা জরুরি।

ঈদের উৎসব যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মলিন না হয়, সে জন্য আগে থেকেই পরিকল্পিত প্রস্তুতি নিন। ছোট কিছু পদক্ষেপ আপনাকে এনে দিতে পারে নিশ্চিন্ত এবং  নিরাপদ ঈদের আনন্দ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র