ঢাকা | বঙ্গাব্দ

সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে তিন পর্যটককে অপহরণ করে সন্ত্রাসীরা

  • আপলোড তারিখঃ 25-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 581662 জন
সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে তিন পর্যটককে অপহরণ করে সন্ত্রাসীরা ছবির ক্যাপশন: ১

সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে তিন পর্যটককে অপহরণ করে সন্ত্রাসীরা।আজ মঙ্গলবার সকালে তাদের অপহরণ করা হয়। পরে পুলিশের তৎপরাতার বিষয়টি বুঝতে পেরে সন্ত্রাসীরা ওই তিনজনকে ছেড়ে দেয় বলে জানান দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরল হক।ওই ৩ পর্যটক হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঝাউডাংগী কাঠিয়াখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে এস এম নাহিদ উজ্জমামান (৩৮), একই উপজেলার তালমা গ্রামের হাবিবুর রহমানের ছেলে জোবায়ের আলম (৩৮) ও তালেশ্বর গ্রামের কুদ্দুস ফকিরের ছেলে মামুন ফকির (৩৮)।

ওসি নুরল হক বলেন, পর্যটক বহনকারী গাড়িটি জেলার দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাজারের মাছ বাজার এলাকার রাস্তায় পৌঁছালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের গাড়ির গতিরোধ করে অজ্ঞাত স্থানে নিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছে ভুক্তভোগীদের মোবাইল নম্বর থেকে কল দিয়ে টাকা দেওয়ার জন্য বলে। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অপহৃত ব্যক্তিদের এক আত্মীয় খাগড়াছড়ির পুলিশ সুপারের মোবাইল নম্বরে কল করে বিষয়টি জানান। এরপর পুলিশ ভুক্তভোগীদের মোবাইল নম্বরে ফোন দেয়। অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপরতা বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্তরা তাদের ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় এ বিষয়ে সেনাবাহিনী ও পুলিশকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। 

দুস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ